
প্রকাশিত: Tue, Aug 8, 2023 11:19 PM আপডেট: Fri, May 9, 2025 11:31 PM
[১]সরকার পতনের আন্দোলনে বিএনপির সঙ্গে শরীক দলগুলোর সমন্বয়হীনতা, একক সিদ্ধান্তে বিব্রত সমমনারা
এল আর বাদল: [২] সরকার পতনের এক দফা আন্দোলনের কর্মসূচি নিয়ে বিএনপির ভেতর নানা টানাপড়েন চলছে। এটা তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনের শরীকরা যেমন স্বীকার করছেন, তেমনি বিএনপির নেতারাও অস্বীকার করছেন না। সূত্র: ডয়েচে ভেলে
[৩] এ অবস্থায় নতুন কোনো কর্মসূচি নেই। আর আগস্ট মাসে বড় কোনো কর্মসূচিতে যাওয়ার সম্ভাবনাও কম। তবে সেপ্টেম্বরে শরীকদের সঙ্গে নিয়ে বিএনপি যুগপৎ আন্দোলন করার পরিকল্পনা করছে।
[৪] শরীকরা মনে করছে, বিগত দিনে কর্মসূচিতে সমন্বয়হীনতা আন্দোলনকে কিছুটা হলেও গতিহীন করেছে। তারা ২৯ জুলাই ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচিকে এরজন্য দায়ী করছেন। তারা বলছেন, কোনো আলোচনা না করেই বিএনপি একক সিদ্ধান্তে মহাসমাবেশের পরদিন ওই কর্মসূচি দেয়, যার কোনো প্রস্তুতি ছিল না। আর তার সুবিধা নিয়েছে সরকার। যুগপৎ আন্দোলনের নেতারা মনে করেন, ওই কর্মসূচির সিদ্ধান্ত বিএনপিও দলীয়ভাবে নেয়নি। কোনো এক জনের একক সিদ্ধান্তে হয়েছে।
[৫] তারা আরো মনে করেন, বিএনপির মূল নেতৃত্ব দেশের বাইরে থাকায় কোনো কোনো সিদ্ধান্ত বাস্তবমুখী হয় না। সে কারণে শরীকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া দরকার।
[৬] বিএনপির যুগপৎ আন্দোলনের শরীক দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এই যে আমরা আমরা বলছি, কিন্তু আন্দোলনের কর্মসূচি আমরা ঠিক করছি না, ওনারা (বিএনপি) ঠিক করছেন। আর তাদের সিদ্ধান্তও এক জায়গায় কেন্দ্রীভূত। উনি (তারেক রহমান) যা বলছেন তাই ‘ইয়েস ইজ ইয়েস, নো ইজ নো’, এভাবে তো আন্দোলন হয় না। আপনি ইয়েস ভেবে মাঠে গেছেন, গিয়ে দেখেন নো হয়ে গেছে। নো ভেবে গেছেন, ইয়েস হয়ে গেছে।
[৭] তার কথা, আন্দোলনের কৌশল নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব আছে সেটা স্পষ্ট। তবে আমি যদি জোটের মধ্যে থেকে এরকম কথা বলি তাহলে আমি হয়তো আরো প্রশ্নের মধ্যে পড়ে যাবো। যে প্রশ্নের জবাব আমি টেকনিক্যাল কারণে দিতে পারব না। ২৮ জুলাই যা করেছেন (মহাসমাবেশ) ২৯ তারিখে তো তার কিছুই হয়নি (ঢাকার প্রবেশ মুখে অবস্থান)। গয়েশ্বর বাবু মার খেয়েছেন, পুলিশ কতটা নৃশংস ছিলো, আওয়ামী লীগের পাণ্ডারা কী রকম হামলা করেছিলো এগুলো দিয়ে একটা কাভারআপ করা গেছে। তারপরে সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ করেছেন সেখান থেকে কোনো কর্মসূচি দেননি। পরে যেটা দিয়েছেন সেটা তারেক রহমান ও জুবাইদা রহমানের মামলার রায়ের প্রেক্ষিতে। যে এক দফা আন্দোলন করছেন সেটার ধারাবাহিকতা তো নাই এখন। কিন্তু আন্দোলন যদি গণঅভ্যুত্থানের দিকে, বিজয়ের দিকে নিতে চান, যদি এক দফার আন্দোলন হয় তাহলে একটার পর একটা কর্মসূচি দিতে হবে। মাঝখানে এক দুইদিন গ্যাপ হতে পারে। কিন্তু ধারাবাহিকতা থাকতে হবে।
[৮] মান্না বলেন, পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে সরকার পতনের আন্দোলন হয় না। সোহরাওয়ার্দী উদ্যানে মির্জা ফখরুল বললেন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই, এতে বাধা দেবেন না। অ্যাপ্রোচটা ঠিক ক্ষমতার সঙ্গে পাঞ্জা লড়ার যে অ্যাপ্রোচ সেটা এখনো গড়ে ওঠেনি।
[৯] বিএনপির আন্দোলনের রূপরেখা নিয়ে একই সমালোচনা করেছেন শরীক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ
[১০] বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, আন্দোলনের নানা কৌশল আছে। কখনো এক পা পিছিয়ে দুই পা এগোতে হয়। আবার কখনো দুই পা এগিয়ে এক পা পিছাতে হয়। আমরা এখন যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে আছেন তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক প্রায় শেষ করে ফেলেছি। এখন আমরা আরো কঠোর আন্দোলনে যাবো। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
